বগুড়ায় তক্ষক উদ্ধার, গ্রেপ্তার ১

আপডেট: February 19, 2024 |

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় কোটি টাকা মূল্যের প্রায় বিলুপ্ত প্রাণী তক্ষকসহ লেবু মিয়া নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

১৮ ফেব্রুয়ারি (রবিবার) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে বগুড়ার গাবতলী উপজেলার পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে লেবু মিয়াকে আটক করা হয়। এসম লেবু মিয়া বাড়ি থেকে তক্ষকটি জব্দ করে পুলিশ।

আটককৃত লেবু লেবু মিয়া বগুড়ার গাবতলী উপজেলার পূর্বপাড়া এলাকার মৃত- শামসুল ফকিরের ছেলে।

১৯ ফেব্রুয়ারি(সোমবার) বেলা ১১টার দিকে গাবতলী মডেল থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলন এসব তথ্য জানান গাবতলী সার্কেলের সহকারী পুলিশ সুপার নিয়াজ মেহেদী।

পুলিশের এই কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে পূর্বপাড়া এলাকায় লেবু মিয়ার বাড়িতে তক্ষক চড়া মূল্যে কেনা বেচা হচ্ছে৷ পরে পুলিশ সেখানে অভিযান চালালে তক্ষকসহ লেবু মিয়াকে আটক করে।

এসময় চোরাচালন চক্রের অন্য সদস্যরা পালিয়ে যায়। তক্ষকটির দৈর্ঘ্য ১১ ইঞ্চি এবং ওজন অনুমান ২০০ গ্রাম। তার আনুমানিক মূল্য এক কোটি টাকা।

তিনি আরও জানান, লেবু মিয়াকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে কোন এক চোরাচালান চক্রের নূল হোতা। তার সাথে আরো সদস্য রয়েছে।

আটক লেবু মিয়াকে আদালতে পাঠানো হবে। আদালতের অনুমতি সাপেক্ষে তক্ষকটি বন বিভাগের নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Share Now

এই বিভাগের আরও খবর