শরণখোলায় বয়লার মুরগীর চিকেন খেয়ে ভাইরাস আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু

আপডেট: March 2, 2024 |
inbound1277690533178330929
print news

এনায়েত করিম রাজিব, বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের শরণখোলায় মাত্রাতিরিক্ত বয়লার মুরগীর চিকেন ফ্রাই খেয়ে ভাইরাস আক্রান্ত হয়ে আনিকা আক্তার (৯) নামে এক শিশুর আকষ্মিক মৃত্যু হয়েছে।

শনিবার (২মার্চ) সকাল ১০টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।

আনিকা শরণখোলা ভাসানী কিন্ডার গার্টেনের তৃতীয় শ্রেণীর ছাত্রী ও রায়েন্দা বাজারের জনতা ব্যাংক রোডের নিউ আজমেরি মিনি চাইনিজ হোটেলের মালিক মোঃ ইউনুচ আকনের কন্যা।

রায়েন্দা উত্তর কদমতলা গ্রামে বসবাসকারী ইউনুস আকনের প্রতিবেশী মোঃ রেজাউল হাওলাদার জানান, শুক্রবার দুপুরে আনিকার জ্বর হলে অসুস্থ হয়ে পড়ে।

কিছুক্ষণ পরে খিচুনি উঠতে তাকে পার্শ্ববর্তী উপজেলা মোরেলগঞ্জ শিশু ডাক্তারের কাছে নিয়ে যান। সেখান থেকে ডাক্তার দ্রুত খুলনা নিতে বলেন।

সাথে সাথে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ১০ টায় আনিকা মারা যায়।

আনিকার মুখের লালা নিয়ে পরিক্ষা নিরিক্ষা করে ডাক্তার জানান,অতিরিক্ত বয়লার মুরগীর চিকেন ফ্রাই খাওয়ার কারনে নতুন ভাইরাসে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।

এদিকে ফুটফুটে সুন্দর শিশু আনিকার মৃত্যুতে তার পরিবারসহ এলাকায় নেমে এসেছে শোকের মাতম।

Share Now

এই বিভাগের আরও খবর