রমজানে দেশের বাজারে এলো স্প্রাইট লেমন মিন্ট
পৃথিবীর শীর্ষস্থানীয় লেমন-লাইম ফ্লেভারের স্পার্কলিং পানীয় স্প্রাইট ® বাংলাদেশের বাজারে
নিয়ে এসেছে নতুন লেমন মিন্ট ফ্লেভার।
শুধু রমজান মাসেই এই এক্সক্লুসিভ পানীয়টি পাওয়া যাবে। এতে থাকছে লাইম ও মিন্টের চাঙ্গা করা স্বাদ। এই উদ্ভাবনী ফিউশন কার্বনেটেড পানীয়টিকে করে তুলেছে অনন্য। ইফতারের পরে তৃষ্ণা মেটানোর জন্য চমৎকার এ পানীয়ের প্রতিটি চুমুকেই পাওয়া যায় লেমন ও মিন্টের ফ্লেভার।
কোকা-কোলা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক জু-উন নাহার বলেন, “বাংলাদেশের বাজারে নতুন স্প্রাইট লেমন মিন্ট নিয়ে আসতে পেরে আমরা আনন্দিত। এই রমজান মাসে সারা দিন রোজা রাখার পর লেমন ও মিন্টের ফ্লেভারে ভোক্তাদের সতেজ করে তোলাই আমাদের লক্ষ্য। শীঘ্রই গ্রীষ্ম শুরু হচ্ছে, এ সময়ে সবাই ঠান্ডা পানীয় পান করতে পছন্দ করেন।
তাই স্প্রাইট লেমন মিন্ট খুব দ্রুতই সবার পছন্দের পানীয় হয়ে উঠবে বলে আমরা বিশ্বাস করি।”
স্প্রাইটের শীতল করা লেমন-লাইম ফ্লেভারের সঙ্গে মিন্টের সতেজতা মিলে ভোক্তাদের তৃষ্ণা যেমন মিটবে, পাশাপাশি তারা চাঙ্গাও হয়ে উঠবেন। সারা দেশ জুড়ে পাওয়া যাবে এই পানীয়। সীমিত স্টকের পানীয়টি শুধু রমজান মাসেই বাজারে থাকবে।