ডেমোক্রেট পার্টির মনোনয়ন পেলেন বাইডেন

আপডেট: March 13, 2024 |

চলতি বছরের ৫ নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ড্যামোক্র্যাট প্রার্থী হতে জো বাইডেনের দরকার ছিল এক হাজার ৯৬৮ প্রতিনিধির সমর্থন।

মঙ্গলবার (১২ মার্চ) রাতে তিনি তা নিশ্চিত করেছেন বলে জানিয়েছে বেসরকারি সংস্থা এডিসন রিসার্চ। ফলে নির্বাচনে বাইডেন ও ট্রাম্পের মুখোমুখি হওয়াটা হবে যুক্তরাষ্ট্রের প্রায় ৭০ বছরের ইতিহাসে দুই প্রেসিডেন্ট প্রার্থীর পরপর দুবার প্রতিদ্বন্দ্বিতার ঘটনা।

প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির মনোনয়ন নিশ্চিত করে জো বাইডেন বলেছেন, দেশের ভবিষ্যতের স্বার্থে প্রার্থী বাছাই করতে হবে ভোটারদের।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, ডেমোক্রেটিক পার্টির মনোনয়ন পেতে স্থানীয় সময় মঙ্গলবার প্রয়োজনীয়সংখ্যক প্রতিনিধির সমর্থন পান যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট। এর মধ্য দিয়ে সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের মুখোমুখি হওয়া প্রায় নিশ্চিত হয়ে গেছে তার।

এদিকে মনোনয়ন নিশ্চিতের খবর পেয়ে দেয়া বিবৃতিতে বাইডেন একহাত নেন সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পকে। তিনি বলেন, ট্রাম্পের অসন্তোষ ও প্রতিশোধপূর্ণ নির্বাচনি প্রচার আমেরিকার মৌল ধারণাকে হুমকিতে ফেলেছে। দেশের ভবিষ্যতের স্বার্থে ভোটারদের প্রার্থী বাছাই করতে হবে।

ভোটারদের উদ্দেশে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আরও বলেন, আমরা কি আমাদের গণতন্ত্রের সুরক্ষার পক্ষে দাঁড়াতে যাচ্ছি নাকি অন্যদের এটি ধ্বংস করতে দিচ্ছি? আমরা কি বাছাইয়ের অধিকার পুনর্বহাল করে আমাদের স্বাধীনতা সুরক্ষিত করব নাকি চরমপন্থিদের তা ছিনিয়ে নিতে দেব?

Share Now

এই বিভাগের আরও খবর