সিংগাইরে সমসাময়িক বিষয় নিয়ে পুলিশ সুপারের মত বিনিময় সভা

আপডেট: March 13, 2024 |

সোহরাব হোসেন, সিংগাইর প্রতিনিধি : মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান সিংগাইরে সমসাময়িক বিষয় নিয়ে এক মত বিনিময় সভা করেছেন ।

বুধবার ( ১৩ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার জয়মন্টপ উচ্চ বিদ্যালয় খেলার মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, পরিবহন সেক্টরে সড়কের বিভিন্ন পয়েন্টে চাঁদাবাজির কারণে রমজানের শুরুতেই নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পেয়েছে ।

কোনোভাবেই এর সঙ্গে জড়িতদের রেহাই দেয়া যাবে না। সেই সাথে যারাই সাধারণ মানুষের সুন্দর জীবন যাপনে বাধার সৃষ্টি করবে তাদেরকেও ছাড় দেয়া হবে না।

তিনি আরো বলেন, সোস্যাল মিডিয়ায় কারো ব্যক্তিগত চরিত্র হনন ও নির্বাচন পরবর্তী সময়ে প্রভাব খাটিয়ে কোনোভাবেই সহিংসতা করা যাবে না।

কেউ যদি এর ব্যতিক্রম করেন সে যে দলেরই হোক না কেন তার বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দেয়া হবে।

সিংগাইর থানার ওসি মোঃ জিয়ারুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যদের বক্তব্য রাখেন- জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও বলধারা ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুল মাজেদ খান, জয়মন্টপ ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ শাহাদাৎ হোসেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোসাঃ শারমিন আক্তার, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সায়েদুল ইসলাম, চান্দহর ইউপি চেয়ারম্যান মোঃ শওকত হোসেন বাদল, জামির্ত্তা ইউপি চেয়ারম্যান মোঃ আবুল হোসেন মোল্লা ও জামশা ইউপি চেয়ারম্যান মোঃ গাজী কামরুল ইসলাম প্রমূখ। মত বিনিময় সভায় গণমাধ্যম কর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন অংশ নেন।

Share Now

এই বিভাগের আরও খবর