ইফতারির ঐহিত্য তুলে ধরে ওটিটি প্লাটফর্মে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র

আপডেট: March 14, 2024 |

একটি বা দুটি নয়, চারটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের মাধ্যমে ইফতারির ঐহিত্য ও রোজার ফজিলত তুলে ধরা হয়েছে। এই কাজটি করেছে ওটিটি প্লাটফর্ম দীপ্ত প্লে। জানা যায়, প্রজন্ম থেকে প্রজন্ম ধরে রমজানের ইফতার, সাহরি দিনভর রোজা রাখার বিধি মাসব্যাপী আমেজ তৈরি করে আসছে। এর মধ্যে ইফতারি সব সময়ই নতুন নতুন আবেদনে হাজির হয়েছে বিভিন্ন সময়ে।

বর্তমান প্রজন্মের কাছে আমাদের ইফতারির ঐতিহ্য অনেকাংশেই হারিয়ে যেতে বসেছে। তবে সেই সময় সেই ঐতিহ্যকে ফিরিয়ে নিয়ে আসতেই ‘দীপ্ত প্লে’ নির্মাণ করছে চারটি শর্টফিল্ম। এটির সহযোগিতায় থাকছে কোকাকোলা। ছোট ছোট গল্পের আবহে, রমজানের চার সপ্তাহে মুক্তি পাবে এই শর্টফিল্মগুলো।

এগুলোতে তুলে ধরা হয়েছে ইফতারির ঐতিহ্য, প্রজন্মের ভেতর বোঝা না বোঝার টানাপোড়েন।
বিষয়টি নিয়ে কথা বলেন দীপ্ত প্লে’র প্রধান মোহাম্মদ আবু নাসিম। তিনি বলেন ‘নতুন ধরনের এ কাজগুলো দর্শকহৃদয় জয় করবে বলে আমার মনে হয়। যে কোনো ঐতিহ্য সম্পর্কেই আমাদের জানা উচিত।

সেটি যদি গল্পের মাধ্যমে জানা যায় তাহলে তো আর কথাই নেই। এই রমজানে দর্শক নতুন কিছু পাবে, সে আশাই করছি!’
শর্টফিল্মগুলো পরিচালনা করছেন খাইরুল বাশার কাব্য। চিত্রনাট্য তৈরি করেছেন আহমেদ খান হীরক ও ফাহমিদুর রহমান। সপ্তম রোজা থেকে দর্শক দীপ্ত প্লে’তে শর্টফিল্মগুলো দেখতে পাবেন।

Share Now

এই বিভাগের আরও খবর