ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

আপডেট: May 11, 2024 |
inbound2997883348941982782
print news

ফরিদপুরের ভাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ দুইজন নিহত হয়েছেন। শনিবার (১১ মে) সকালে উপজেলার হামিরদী ও সদরদী এলাকায় পৃথক এ সড়ক দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার হামিরদী এলাকায় ট্রাক-মোটসাইকেলের সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় একজনকে উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে নেয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। নিহতের নাম-পরিচয় জানা যায়নি।

অন্যদিকে, সকাল সাড়ে ৮টার দিকে সদরদী এলাকায় একটি ইজিবাইককে অজ্ঞাত একটা গাড়ী ধাক্কা দেয়। এসময় এক নারীকে উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের নাম-পরিচয় জানা যায়নি।

পৃথক দু’টি সড়ক দুর্ঘটনায় দুইজন নিহতের সত্যতা নিশ্চিত করেছেন ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম।

তিনি বলেন, ভাঙ্গার হামিরদী ও সদরদী এলাকায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। তবে, তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। এব্যাপারে আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর