বগুড়ায় ১৫ কেজি গাজাসহ গ্রেফতার ৩

আপডেট: March 21, 2024 |

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় র‍্যাবের অভিযানে সাড়ে ১৫ কেজি গাঁজাসহ তিন ব্যক্তিকে আটক করা হয়েছে।

২১ মার্চ (বৃহস্পতিবার) সকাল সোয়া ৮ টার দিকে বগুড়া জেলা সদরের বাঘোপাড়া এলাকায় রংপুর-ঢাকা মহাসড়কে অভিযান পরিচালনা করে ১৫ কেজি ৫০০গ্রাম গাঁজাসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব।

গ্রেফতারকৃতরা হলো- লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানার কালিকাপুর শোলমারীর এলাকার আসহাব আলীর ছেলে মজিদুল ইসলাম (৩৩), একই থানার দক্ষিণ মশরত মদাতির গ্রামের মৃত সাইদুর রহমানের ছেলে মামুন মিয়া (৩৯) ও উত্তর মশরত মদাতি এলাকার রফিকুল ইসলামের ছেলে আজিজুল হক (২৩)।বৃহস্পতিবার র‍্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

র‍্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় রংপুর থেকে পাবনাগামী একটি ট্রাকে (ঢাক মেট্রো -ট ২২-৩৩২২) মাদকদ্রব্য পরিবহন করা হচ্ছে।

এমন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি চৌকস টিম বগুড়ার বঘোপাড়া এলাকায় ঢাক-রংপুর মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চলায়।

এসময় ট্রাকে বিশেষ কায়দায় রাখা ১৫ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ ওই তিন জনকে আটক করে র‍্যাব। এসময় তাদের কাছ থেকে ৫ টি মোবাইল ও ৫ টি সীমকার্ড উদ্ধার করা হয়।

র‍্যাব-১২ বগুড়া কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন জানান,গ্রেফতারকৃত ওই তিনজন মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রযহণের জন্য বগুড়ার সদর থানায় সোপর্দ করা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর