রামপালে হঠাৎ শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা

আপডেট: March 21, 2024 |

এনায়েত করিম রাজিব, বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাট জেলার রামপাল উপজেলার বিভিন্ন জায়গায় ব্যাপক শিলাবৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (২১ মার্চ) বিকাল ৫ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত প্রায় এক ঘণ্টা একনাগাড়ে শিলাবৃষ্টিতে উপজেলার বিভিন্ন জায়গায় ফসলের ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয় কৃষকরা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার বিভিন্ন সড়ক, বাসাবাড়ি, ফসলের মাঠ সহ বিভিন্ন স্থানে শিলা জমে রয়েছে। তাছাড়াও অনেকের ঘরের টিনও ছিদ্র হয়ে গেছে বলেও জানা গেছে।

স্থানীয় পথচারী আতিয়ার পারভেজ এ প্রতিবেদককে জানান, সকাল থেকে আবহাওয়া স্বাভাবিক ছিল। বিকাল ৪ টার পর থেকে আকাশ কালো হতে থাকে। ৫ টার দিক শিলাবৃষ্টি হয়। মুহূর্তেই পরিবেশ ঠাণ্ডা হয়ে যায়।

শিলাবৃষ্টির কারণে অনেকের ঘরের টিন ছিদ্র হয়ে গেছে। মানুষজন ক্ষতিগ্রস্ত হয়েছে। ধানের ব্যাপক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আমের ব্যাপক ক্ষতি হয়েছে।

এ বিষয়ে মন্তব্য নেওয়ার জন্য উপজেলা কৃষি কর্মকর্তা অলিউল ইসলামের ব্যবহৃত মুঠোফোনে বারবার কল করলেও তিনি ফোন রিসিভ করেনি।

Share Now

এই বিভাগের আরও খবর