ঠাকুরগাঁওয়ে জাল ভোট দেওয়ায় যুবকের কারাদণ্ড

আপডেট: May 9, 2024 |

জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে জাল ভোট দিতে গিয়ে হৃদয় হোসেন (২৪) নামে এক যুবককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

হৃদয় হোসেন বালিয়াডাঙ্গী উপজেলার ১ নং পাড়িয়া ইউনিয়নের পিয়াজু পাড়া গ্রামের নাজিম উদ্দিনের ছেলে।

বুধবার (৮ মে) বিকাল সাড়ে ৩টায় ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে অনুষ্ঠিত জেলার বালিয়াডাঙ্গী উপজেলার মধ্য চাড়োল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র থেকে তাকে আটক করা হয়।

এরপর ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক হোসেন তাকে এই দণ্ড দেন।

বিষয়টি নিশ্চিত করে কেন্দ্রের দায়িত্বরত প্রিজাইডিং কর্মকর্তা গোপাল চন্দ্র বর্মন জানান, ভোটগ্রহণ চলাকালীন সময় হৃদয় হোসেন ১৬টি জাল ভোট দেয় এমন অভিযোগ পেয়ে তাকে হাতেনাতে আটক করা হয়।

আটকের পর নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক হোসেন সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতে তাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।

Share Now

এই বিভাগের আরও খবর