টেষ্টের প্রথম ম্যাচে মুখোমুখি বাংলাদেশ-শ্রীলঙ্কা

আপডেট: March 22, 2024 |

 

দুই ম্যাচের টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-শ্রীলঙ্কা। সিলেটে টসে জিতে লঙ্কানদের ব্যাটিংয়ে পাঠিয়ে দাপট দেখাচ্ছে স্বাগতিকরা। খালেদ আহমেদ, শরিফুল ইসলামের নিয়ন্ত্রিত বোলিংয়ে চোখে সরিষা ফুল দেখছেন সফরকারী ব্যাটাররা। প্রথম দিনের প্রথম সেশনে শ্রীলঙ্কার ৫ উইকেট তুলে নিয়েছেন বাংলাদেশি পেসাররা।

দিনের শুরুতে সাফল্য এনে দেন খালেদ। দ্বিতীয় ওভারে ভাঙেন উদ্বোধনী জুটি। ফুল লেংথ ডেলিভারি ড্রাইভ করার চেষ্টা করেন নিশান মাদুশকা, বল ব্যাটের বাইরের কানায় লেগে চলে যায় উইকেটের পেছনে।

তৃতীয় স্লিপে বাঁ দিকে হাত বাড়িয়ে দারুণ রিফ্লেক্সে ক্যাচ নেন মেহেদী হাসান মিরাজ। এরপর কুশল মেন্ডিস ও দিমুথ করুণারত্নে জুটি গড়ার চেষ্টায় সফল হননি। ইনিংসের ১২তম ওভারে দুজনকেই ফেরান খালেদ। মেন্ডিস ১৬ ও করুণারত্নে আউট হন ১৬ রান করে।

শরিফুল ও খালেদ দুই প্রান্ত থেকে দারুণ ছন্দে বল করতে থাকেন। দ্রুত ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে সফরকারীরা। স্কোর বোর্ডে রান বাড়ানোর তাড়ায় রান আউট হন অ্যাঞ্জেলো ম্যাথিউস। মিড অফ থেকে দৌড়ে এসে সরাসরি থ্রোয়ে স্ট্রাইক প্রান্তের স্টাম্প ভেঙে দেন নাজমুল হোসেন। ম্যাথিউস ফেরেন ৫ রানে।

দলীয় ১০ রান পর শরিফুলের শিকার দীনেশ চান্দিমাল। ৫৭ রানে ৫ উইকেট হারায় লঙ্কানরা।
আরো দুটি সহজ সুযোগ পেয়েছিল বাংলাদেশ। শরিফুল ইসলামের বলে দ্বিতীয় স্লিপে কামিন্দু মেন্ডিসের ব্যাটছোঁয়া বল হাতে জমাতে পারেননি মাহমুদুল হাসান জয়। তার আগে ইনিংসের শুরুর দিকে একটি রান আউট মিস অরেন তাইজুল ইসলাম।

প্রথম সেশনে ২২ ওভার খেলা হয়, যেখানে কোনো স্পিনার ব্যবহার করেনি বাংলাদেশ। এ ম্যাচে অভিষেক ক্যাপ পাওয়া নাহিদ রানা তুলনামূলক একটু রান খরচ করেন। ৬ ওভারে ৩১ রান দিয়ে উইকেটশূন্য আছেন তিনি।

 

Share Now

এই বিভাগের আরও খবর