বগুড়ায় ২৪৯ বোতল ফেন্সিডিল ও ৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার দুই

আপডেট: March 25, 2024 |

শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় মাদক বিরোধী অভিযানে ২৪৯ বোতল ফেন্সিডিল ও ৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব।

২৪ মার্চ (রোববার) সকাল ষোয়া ৭ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া সদরের ঠেঙ্গামাড়া এলাকায় রংপুর- ঢাকা মহাসড়ক থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয় হলো- লালমনিরহাট জেলার পাটগ্রাম এলাকার উপরমার বানিয়াডাঙ্গীর হাবিবুর রহমান এর ছেলে মোকসেদুল ইসলাম (৪২) ও একাই এলাকার মৃত মোবারক হোসেন এর ছেলে মোঃ রাসেল হোসেন (২৭)।

বগুড়া র‍্যাব কার্যালয় থেকে পাঠানে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

র‍্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় রংপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি ট্রাকে (রংপুর-মেট্রো-ট-১১-০৩৪১) বিপুল মাদকদ্রব্য পরিবহন করা হচ্ছে।

এমন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি চৌকস টিম বগুড়ার ঠেঙ্গামাড়া এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানকালে ওই ট্রাক থেকে ২৪৯ বোতল ফেন্সিডিল ও ৫ কেজি গাঁজা উদ্ধারসহ দুইজনকে গ্রেফতার করে র‍্যাব।

এসময় তাদের কাছ থেকে ২ টি মোবাইল ফোন, ২ টি সীমকার্ড ও নগদ ৫ হাজার টাকা জব্দ করা হয়।

র‍্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য তাদেরকে বগুড়া সদর থানায় সোপর্দ করা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর