অমর প্রেমের গল্প নিয়ে নির্মিত নাটক ‘রূপকথা’

আপডেট: March 27, 2024 |

 

গল্পটা জুয়েল ও মিলির। দুটি চরিত্র। তাদের জীবনে আসা অমর প্রেমের গল্প নিয়েই নির্মিত হয়েছে ৭৫ মিনিটের গল্প ‘রূপকথা’। অনেকটা সিনেমার আদলে নির্মিত হয়েছে এটি।রূপকথা সিনেমায় তৌসিফ মাহবুব ও কেয়া পায়েল।

নির্মাণ করেছেন তরুণ নির্মাতা জাকারিয়া সৌখিন। প্রেমিক জুয়েল ও প্রেমিকা মিলি চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও কেয়া পায়েল। এটি রচনাও করেছেন নির্মাতা।
নির্মাতা জানান, নাটক বা টেলিছবি নয়, তিনি আসলে একটি সিনেমা বানানোর চেষ্টা করেছেন।

বিশেষ এই সিনেমাটিতে দেখানোর চেষ্টা করেছেন প্রেম, বিরহ আর পারিবারিক আবহের অনবদ্য এক প্রেমকাহিনি। যেটি দেখলে দর্শকদের মনে হবে রূপকথার মতোই।
গল্পের শুরুটা এমন, ফুলের মতো সুন্দর মায়তলী গ্রামের একমাত্র কাঁটা জুয়েল নামর এক যুবক। পুরো গ্রাম তার অত্যাচারে অতিষ্ঠ।

একই গ্রামে মিলিকে আসতে হয় বাবার বদলির চাকরির সুবাদে। এরপর শুরু হয় ‘রূপকথা’র প্রেম-বিরহের বুনন। এমনটাই জানান জাকারিয়া সৌখিন।
‘রূপকথা’য় অভিনয় করে স্বস্তি ও উচ্ছ্বাস প্রকাশ করছেন তৌসিফ-পায়েল দুজনই। বলছেন, ‘এই ঈদে তাদের সেরা কাজ হতে যাচ্ছে এটি।

কারণ এর গল্প ও নির্মাণ দুটোই অসাধারণ।’
প্রযোজক এস কে সাহেদ আলী পাপ্পু জানান, এই ঈদে প্রায় ২০টি প্রজেক্টের মধ্যে ‘রূপকথা’ হচ্ছে তাদের সর্বোচ্চ দৈর্ঘ্য ও বাজেটের নির্মাণ। ফলে এই কাজটি নিয়ে প্রতিষ্ঠানটির প্রত্যাশাও আকাশছোঁয়া। প্রযোজক জানান, ঈদ উৎসবের বিশেষ আয়োজনে ‘রূপকথা’ মুক্তি পাচ্ছে সিএমভির ইউটিউব চ্যানেলে।

Share Now

এই বিভাগের আরও খবর