শিবগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে হুইলচেয়ার, সেলাই মেশিন, ভ্যানগাড়ী ও ক্রিয়াসামগ্রী বিতরণ

আপডেট: March 29, 2024 |

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ ২৮ মার্চ (বৃহস্পতিবার) বেলা ১২ টার দিকে উপজেলার প্রশাসনের আয়োজনে বিভিন্ন ইউনিয়নের চাহিদা সম্পন্ন ব্যক্তিূের মাঝে হুুইলচেয়ার, অসহায় শিক্ষাপ্রতিষ্ঠানে সামগ্রী বিভিন্ন চত্বরে
মহিলাদেরকে সেলাই মেশিন, দুঃস্হদের মাঝে ভ্যানগাড়ী বিতরণ করেন প্রধান অতিথি হিসাবে বগুড়া জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম।

২৮ মার্চ (বৃহস্পতিবার) বেলা ১২ টায় শিবগঞ্জ উপজেলা উপজেলা পরিষদের আয়োজনে উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার, অসহায় মহিলাদের মাঝে সেলাই মেশিন, দুঃস্থ ব্যক্তিদের পুনর্বাসনের লক্ষ্যে ভ্যানগাড়ী, শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে ক্রীড়া সামগ্রী এবং বিভিন্ন বিদ্যালয়ে ব্রেঞ্চ বিতরণ করেন প্রধান অতিথি জেলা প্রশাসক সাইফুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) তাসনিমুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আশরাফুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, মৎস্য কর্মকর্তা আব্দুস শাকুর, অফিসার ইনচার্জ আব্দুর রউফ, সহকারী প্রোগ্রামার মাফুজুর রহমান নয়ন, ইউপি চেয়ারম্যান মহিদুল ইসলাম, জাহিদুল ইসলাম, শাহজাহান চৌধুরী, বেলাল হোসেন, আবু জাফর মন্ডল, শহিদুল ইসলাম, আব্দুল মোত্তালিব মোল্লা প্রমূখ।

উক্ত সামগ্রী বিতরণ অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদ হল রুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি ছাড়াও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

এর পূর্বে বেলা ১১টায় প্রধান অতিথি শিবগঞ্জ থানায় পরিদর্শন করেন।

Share Now

এই বিভাগের আরও খবর