ডিবিপ্রধানের বাসায় ইফতার করলেন শাকিব খান

আপডেট: March 31, 2024 |
boishakhinews 131
print news

 

ঢালিউড কিং খ্যাত শাকিব খানের নতুন সিনেমা ‘রাজকুমার’ আসছে এবারের ঈদুল ফিতরে। সিনেমা মুক্তির আগে সে আনন্দকে ভাগাভাগি করতে সম্প্রতি শাকিব ইফতার করেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদের সঙ্গে।

শনিবার (৩০ মার্চ) ডিবিপ্রধানের বাসায় গিয়ে তাঁর পরিবারের সঙ্গে বসে একসঙ্গে ইফতার করেন শাকিব খান। তাঁর সঙ্গে আরো কয়েকজন উপস্থিত ছিলেন।

এ সময় বাংলা সিনেমার প্রচার ও প্রসারে হারুন অর রশীদের সঙ্গে আলোচনা করেন শাকিব খান।
ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে শাকিব খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাজকুমার’। সিনেমা মুক্তির আগে শাকিব খান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

সম্প্রতি মুক্তি পেয়েছে ঢালিউড সুপারস্টার শাকিব খানের রাজকুমার সিনেমার প্রথম গান।

গত বছর কোরবানির ঈদে তুমুল জনপ্রিয় প্রিয়তমা গানের প্লে-ব্যাক জুটি বালাম-কোনালের কণ্ঠে গাওয়া এ গান ইতিমধ্যে মন জয় করেছে দর্শকদের।

 

Share Now

এই বিভাগের আরও খবর