সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণে আসুন একযোগে কাজ করি

আপডেট: April 12, 2024 |
sdsdsad
print news

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আসুন, নতুন বছরে অতীতের সব ব্যর্থতা-দুঃখ-গ্লানি পেছনে ফেলে সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণের লক্ষ্যে একযোগে কাজ করি।

রবিবার সারাদেশে বাংলা নববর্ষ ১৪৩১ বঙ্গাব্দ শুরু হচ্ছে। শুক্রবার (১২ এপ্রিল) পহেলা বৈশাখকে সামনে রেখে নববর্ষের শুভেচ্ছা বার্তায় (ভিডিও) দেশবাসীর উদ্দেশ্যে একথা বলেন তিনি।

ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। বর্ষ পরিক্রমায় আবারও আমাদের মাঝে ফিরে এসেছে নতুন বছর। আপনারা যারা দেশে-বিদেশে অবস্থান করছেন বাংলাদেশের সকল ভাইবোনকে জানাই বঙ্গাব্দ ১৪৩১-এর শুভেচ্ছা। শুভ নববর্ষ।

প্রধানমন্ত্রী কবি সুফিয়া কামালের ভাষায় উচ্চারণ করে বলেন, ‘পুরাতন গত হোক! যবনিকা করি উন্মোচন। তুমি এসো হে নবীন! হে বৈশাখ! নববর্ষ! এসো হে নতুন।’

শুভ নববর্ষ।

Share Now

এই বিভাগের আরও খবর