গাজীপুর মহান মে দিবস পালিত

আপডেট: May 1, 2024 |

মাছুদ পারভেজ, গাজীপুর প্রতিনিধিঃ মহান মে দিবস বিশ্বব্যাপী শ্রমজীবী মানুষের আন্দোলন-সংগ্রামের স্বীকৃতির দিন। শ্রমিকদের দাবির প্রতি সম্মান জানিয়ে প্রতিবছর ১ মে সারা বিশ্বে দিবসটি পালন করা হয়। এবারের মে দিবসের প্রতিপাদ্য-‘শ্রমিক-মালিক গড়ব দেশ, স্মার্ট হবে বাংলাদেশ।

এ দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে গাজীপুরে মহান মে দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে জেলা ও মহানগরীর বিভিন্ন শ্রমিক সংগঠন বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, শ্রমিক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।

সকালে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় গাজীপুর জেলা গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদসহ ১৬ টি সংগঠনের উদ্যোগে চান্দনা চৌরাস্তায় একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে।

পরে,গাজীপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক কর্মচারী ইউনিয়নের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

গাজীপুর জেলা গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি তমিজ উদ্দিন তনুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ গার্মেন্টস এন্ড শিল্প শ্রমিক ফেডারেশনের সহ সাংগঠনিক সম্পাদক সহ শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা তাদের বিভিন্ন দাবি-দাওয়া সরকারের নিকট তুলে ধরেন।

Share Now

এই বিভাগের আরও খবর