চট্টগ্রামে বিমানের জরুরি অবতরণ, প্রাণে বাঁচলেন যাত্রীরা

আপডেট: May 10, 2024 |

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের শারজাহ থেকে এয়ার এরাবিয়ার একটি ফ্লাইট হাইড্রোলিক ত্রুটি দেখা দেয়ায় বিশেষ ব্যবস্থায় জরুরি অবতরণ করে। এতে অল্পের জন্য রক্ষা পেয়েছেন ১৫১ জন যাত্রীসহ মোট ১৫৮ জন আরোহী। শুক্রবার সকালে এই ঘটনা ঘটে।

শাহ আমানত বিমানবন্দরের একটি সূত্র জানিয়েছে, আমিরাতের শারজাহ থেকে আসা এয়ার এরাবিয়ার ফ্লাইটটিতে হঠাৎ হাইড্রোলিক সমস্যা দেখা দেয়। বিমানটিতে ৭ জন ক্রু ও ১৫১ জন যাত্রী ছিলেন। পরে বিশেষ ব্যবস্থায় বিমানটিকে নিচে অবতরণ করা হয়।

শাহ আমানত বিমানবন্দরের পরিচালক তাসলিম আহমেদ বলেন, এয়ার এরাবিয়ার একটি বিমানের হঠাৎ হাইড্রোলিক সমস্যা দেখা দেয়ায় এটি জরুরি অবতরণ করেছে। যাত্রীরা সবাই নিরাপদে আছেন। এ ঘটনায় বিমানবন্দরে কোনো শিডিউল বিপর্যয় ঘটেনি। বিমানটিকে রানওয়ে থেকে সরিয়ে নেয়া হয়েছে। এখন সবকিছু স্বাভাবিক আছে।

Share Now

এই বিভাগের আরও খবর