বগুড়া পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের আয়োজনে ঈদ উপহার বিতরণ

আপডেট: June 15, 2024 |
inbound648753800057118120
print news

শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়া পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের শিক্ষক কর্মচারী ও অধ্যয়নরত এতিম শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

১৫ জুন (শনিবার) বেলা ১১টার দিকে বগুড়া পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের আয়োজনে পবিত্র ঈদ-উল আজহা উপলক্ষে ঈদ উপহার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের অধ্যক্ষ শাহাদাৎ আলম ঝুনুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বগুড়ার পুলিশ সুপার(অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) সুদীপ কুমার চক্রবর্ত্তী।

আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বলেন,স্মার্ট দেশের পরিনত হচ্ছে আমাদের এই দেশ।বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাচ্ছে এদেশের মানুষের জীবন মান।দেশের মানুষকে এগিয়ে নিতে নিরলসভাবে কাজ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এক সময় এদেশের বাজেট ছিল ৪০ হাজার কোটি টাকা। এখন দেশের শুধু সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ প্রায় এক লাখ ৩০ হাজার কোটি টাকা।

তাই আমাদের জীবন ধরনের মান যেমন বেড়েছে, তেমনি বেড়েছে অর্থনৈতিক সক্ষমতা।আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠান শুধু বগুড়া নয় সারা দেশের মধ্যে একদিন শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে।কারণ আমাদের শিক্ষার্থীরা এখন দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অধ্যায়ন করছে।

এখানে শিক্ষার্থীদের বিকাশে সকল সহশিক্ষার কার্যক্রম গ্রহণ করা হয়। বগুড়ায় মানসম্মত ও অন্যত্তম শিক্ষা প্রতিষ্ঠান এটি।শিক্ষার্থীর নানা ভাবে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে কৃতিত্ব অর্জন করেছে।

আর এই অর্জনে সবচেয়ে বেশি অবদান রাখছেন শিক্ষকেরা। এই প্রতিষ্ঠানের অধ্যক্ষ শাহাদাৎ আলম ঝুনুর নেতৃত্বে শিক্ষকরা সঠিক শিক্ষা দিচ্ছে।

আর শিক্ষার্থীর সঠিক শিক্ষা ও মানবিক সত্তা নিয়ে বেড়ে উঠছে।আমাদের সামনে আরও কঠিন সময়।আমাদরে ছোট্ট দেশ,আমাদের সকল বিষয় সমঝোতা করে ঠিক থাকতে হবে। শিক্ষার্থীদের মাঝে আত্মবিশ্বাস তৈরি করতে হবে।

আমাদের সন্তানেরা এখন আধুনিক বিশ্বে বাস করে।তারা প্রযুক্তি ব্যবহার করে নিজেদের অনন্য করে তুলছে। প্রযুক্তির অনেক সুফল সুফল রয়েছে।

তবে এর মধ্যে নেতিবাচক বা অপ্রয়োগ থেকে আাদের সন্তানদেরক বিরত রাখতে হবে। বক্তব্য শেষে প্রধান অতিথি প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মচারী ও অধ্যয়নরত এতিম শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার বিতরণ করেন।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক আল আমিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন স্কুল শাখার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফেরদৌস আলম,প্রাথমিক শাখার সহকারী শিক্ষক আব্দুর রহমান, কলেজ শাখার ইনচার্জ জেষ্ঠ্য প্রভাষক শহিদুল ইসলাম, কলেজ শাখার শিক্ষক প্রতিনিধি নাছিমা খাতুন, স্কুল শাখার শিক্ষক প্রতিনিধি ইবনুল তাশরিফ।
এ সময় অনুষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচাীর ও শিক্ষার্থীর উপস্থিত ছিলেন।

Share Now

এই বিভাগের আরও খবর