ঈদের দিন সকালে ঢাকার বায়ুর মানে উন্নতি

আপডেট: June 17, 2024 |
inbound611424566715262411
print news

বায়ুদূষণের তালিকায় শীর্ষ অবস্থানে রয়েছে উগান্ডার কামপালা। অন্যদিকে, পবিত্র ঈদুল আজহার দিন আজ সকালে ঢাকার বায়ুর মানের কিছুটা উন্নতি হয়েছে।

সোমবার (১৭ জুন) স্থানীয় সময় সকাল ৮টা ২৭ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এ তথ্য।

বায়ুদূষণের তালিকায় শীর্ষে থাকা কামপালার স্কোর ১৮০ অর্থাৎ সেখানকার বাতাস অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে কঙ্গোর কিনশাসা।

এই শহরটির দূষণ স্কোর ১৭৩ অর্থাৎ সেখানকার বাতাসও অস্বাস্থ্যকর।

তৃতীয় অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা। এই শহরের দূষণ স্কোর ১৬৬ অর্থাৎ এই শহরটির বায়ুর মানও অস্বাস্থ্যকর।

এদিকে, রাজধানী ঢাকা রয়েছে ১৪ নম্বরে এবং স্কোর ৯৬ অর্থাৎ এখানকার বায়ুর মান মাঝারি বা ভালো মানের।

Share Now

এই বিভাগের আরও খবর