ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

আপডেট: June 22, 2024 |
inbound8637960240114790013
print news

ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। গতকাল শুক্রবার (২১ জুন) বিকেলে শৈলকুপা উপজেলার বড়দাহ ও সদর উপজেলার আঠারোমাইল এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শৈলকুপা উপজেলার মহম্মদপুর গ্রামের আকাশ মিয়ার স্ত্রী জুথী খাতুন এবং সদর উপজেলার লেবুতলা গ্রামে আতিয়ার রহমান।

পুলিশ জানায়, বিকেলে শৈলকুপা উপজেলার মহম্মদপুর গ্রামে আকাশ মিয়া ও তার স্ত্রী জুথী খাতুন মোটরসাইকেলে ঝিনাইদহ শহরে যাচ্ছিলো।

পথে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের বড়দাহ নামকস্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়।

এতে জুথী খাতুন রাস্তায় ছিটকে পড়লে পেছন দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এসময় ঘটনাস্থলে সে মারা যায়।

অপরদিকে সদর উপজেলার লেবুতলা গ্রামের আতিয়ার রহমান বাড়ি থেকে বাইসাইকেলে হলিধানী বাজারে কাঠাল বিক্রি করতে যাচ্ছিলো।

পথে ঝিনাইদহ- চুয়াডাঙ্গা মহাসড়কের আঠারোমাইল বাজার এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি ইজিবাইক তাকে ধাক্কায় দেয়।

এতে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয় আতিয়ার। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

Share Now

এই বিভাগের আরও খবর