রাজশাহীতে ঝটিকা মিছিল থেকে পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর

আপডেট: July 31, 2024 |
inbound5688899191365808693
print news

রাজশাহীতে পুলিশের গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এ সময় ওই গাড়িতে দুইজন পুলিশ থাকলেও কোন হতাহতের ঘটনা ঘটেনি। এ ঘটনায় পুলিশ ৫ জনকে আটক করে থানা হেফাজতে নিয়েছে।

বুধবার দুপুরে নগরীর মহিষবাথান এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, মহিষবাথান এলাকায় রাজশাহী দারুস সালাম কামিল মাদরাসার সামনে রাজপাড়া থানার ওসির গাড়ি রাখা ছিল। দুপুর আড়াইটার দিকে ১০ থেকে ১৫ জন ঝটিকা মিছিল বের করে পুলিশের গাড়িতে হামলা করে।

দুর্বৃত্তরা ইট-পাটকেল নিক্ষেপ করে গাড়ি ভাঙচুর করে। ইটের আঘাতে গাড়ির সামনের কাচ ও লাইটগুলো ভেঙে যায়। পরে পুলিশ আত্মরক্ষার্থে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এসময় হামলাকারীরা পালিয়ে যায়।

এ ঘটনার পর ওই এলাকা থেকে পাঁচজনকে আটক করে থানা হেফাজতে নিয়ে যায় পুলিশ। আটককৃতরা নিজেদের ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে দাবি করেছেন।

রাজপাড়া থানার ওসি রফিকুল হক বলেন, জেলা প্রশাসনের কার্যালয় ঘিরে বিক্ষোভ করতে পারে এমন আশঙ্কা থেকে এ এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। গাড়িটি নিরাপদে রাখতে অপেক্ষাকৃত সরু রাস্তার মধ্যে রাখা হয়েছিল। সেখানেই হামলা করে ভাঙচুর করা হয়।

Share Now

এই বিভাগের আরও খবর