হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আগুন

আপডেট: August 2, 2024 |
inbound7728441162264745626
print news

হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এছাড়া আন্দোলনকারী শিক্ষার্থী-পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়। বিক্ষুব্ধরা হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আবু জাহিরের বাসভবনে ইট-পাটকেল নিক্ষেপ করে।

শুক্রবার (২ আগস্ট) বিকেলে ছাত্র হত্যার বিচার ও গ্রেপ্তারদের মুক্তির দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের বিক্ষোভ চলাকালে একদল দুর্বৃত্ত জেলা শহরের টাউন হল রোডের কার্যালয়টিতে আগুন দেয়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী জানান, আজ জুমার নামাজের পর থেকেই পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় আন্দোলনকারীরা। এক পর্যায়ে বেলা সাড়ে ৩টার দিকে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আগুন দেয়া হয়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন জ্বলছিল।

তবে এ বিষয়ে বক্তব্য জানার চেষ্টা করে তাৎক্ষণিক হবিগঞ্জ জেলা পুলিশের দায়িত্বশীল কাউকে পাওয়া যায়নি।

Share Now

এই বিভাগের আরও খবর