রবি ও আনোয়ারুজ্জামানকে ঢাকা মহানগরের সমন্বয়ক করলো বিএনপি

আপডেট: August 4, 2024 |
inbound7755434582642610737
print news

ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক সাইফুল আলম নিরব এবং সদস্য সচিব আমিনুল হক কারান্তরীণ থাকায় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর আনোয়ারুজ্জামান আনোয়ার মহানগর উত্তর বিএনপির সমন্বয়ক এবং আক্তার হোসেন সহ-সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করবেন।

অন্যদিকে, ঢাকা মহানগর দক্ষিণ এর আহ্বায়ক রফিকুল আলম মজনু কারান্তরীণ থাকায় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম রবি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করবেন।

শনিবার রাতে বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।

এছাড়াও বিজ্ঞাপ্তিতে বলা হয়, বরিশাল মহানগর এর সদস্য সচিব অ্যাডভোকেট জিয়াউদ্দিন সিকদার কারান্তরীণ থাকায় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বরিশাল মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন বরিশাল মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

বগুড়া জেলার সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা কারান্তরীণ থাকায় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাবেক এমপি মোশাররফ হোসেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন।

Share Now

এই বিভাগের আরও খবর