ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে মা-মেয়েসহ ৩ জনের মৃত্যু

আপডেট: August 11, 2024 |
inbound4231091370859866867
print news

জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বজ্রপাতে মা মেরিনা বেগম (৪৫) ও মেয়ে সাথী আক্তার (১৪) নামে দুজনের একসাথে মৃত্যুর খবর পাওয়া গেছে।

১১ আগষ্ট (রবিবার) দুপুরে উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের উশধারী গ্রামে এ ঘটনা ঘটে ।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকার সৈয়দ আলীর স্ত্রী মেরিনা বেগম মেয়ে সাথী আক্তার দুজনে মিলে ধানক্ষেতে নিড়ানি দিতে মাঠে যাই ।

দুপুরে হঠাৎ ঘন মেঘ বৃষ্টি আসলে তারা বাড়ি ফেরার পথে বজ্রপাতের স্বীকার হয়। এসময় ঘটনাস্থলে মা ও মেয়ে মৃত্যুবরণ করেন। পরে স্থানীয়রা তাদের দেখতে পেয়ে উদ্ধার করে। এ ঘটনায় ঐ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

অপরদিকে একই দিনে হরিপুর উপজেলায় আলিম (২৭) নামে এক যুবকের বজ্রপাতে মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহত আলিম আমগাঁও ইউনিয়নের ঝাবড়গাছি গ্রামের নওসাদ আলীর ছেলে।

Share Now

এই বিভাগের আরও খবর