এনবিআরের নতুন চেয়ারম্যান আব্দুর রহমান

আপডেট: August 14, 2024 |
inbound8704233606099186531
print news

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেলেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. আবদুর রহমান খান।

বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। এ ছাড়া জননিরাপত্তা বিভাগ ও কৃষি মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ দেয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, আব্দুর রহমান খানকে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও এনবিআর এর চেয়ারম্যানের কর্মস্থলে বদলিপূর্বক পদায়ন করা হল। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে বুধবারই আরেকটি প্রজ্ঞাপনে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও এনবিআরের চেয়ারম্যান পদ থেকে আবু হেনা মো. রহমাতুল মুনিমের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়।

তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ করে আসছিলেন এনবিআরের কর্মকর্তা ও কর্মচারীরা। আন্দোলনরত কর্মীরা সোমবার পদত্যাগের জন্য তাকে ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়েছিলেন।

বুধবার পর্যন্ত স্বেচ্ছায় পদত্যাগ করেননি রহমাতুল মুনিম। এ দিন তার বিরুদ্ধে আন্দোলন আরও জোরালো হয়। এর ফলে বিকালে সরকারই তার নিয়োগ বাতিল করে প্রজ্ঞাপন জারি করে।

এছাড়া, নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান মো. মোকাব্বির হোসেনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব করা হয়েছে। তিনি জননিরাপত্তা বিভাগের সচিবের পদ থেকে অবসরে পাঠানো মো. জাহাংগীর আলমের স্থলাভিষিক্ত হচ্ছেন।

অন্যদিকে, কৃষি সচিবের দায়িত্ব পেয়েছেন পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান। তিনি কৃষি মন্ত্রণালয়ের সচিব বেগম ওয়াহিদা আক্তারের স্থলাভিষিক্ত হচ্ছেন। চুক্তি ভিত্তিতে নিয়োজিত ওয়াহিদা আক্তারসহ ১০ সচিবের চুক্তি আজই বাতিল করেছে সরকার।

Share Now

এই বিভাগের আরও খবর