জয়পুরহাটে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষ্যে আলোচনা ও দোয়া মাহফিল

আপডেট: August 16, 2024 |
inbound7459112526066151903
print news

জয়পুরহাট প্রতিনিধিঃ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৭৯তম জন্মদিন উপলক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জয়পুরহাটে জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

শুক্রবার বিকেলে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন  জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদ রানা প্রধান, কৃষক দলের সদস্য সচিব কাজী মনজুরে মওলা পলাশ, যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আবু রায়হান উজ্জ্বল, মোহাম্মদাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আলীম, বম্বু ইউনিয়ন বিএনপির সভাপতি ফিরোজ আলম মন্ডল,  ভাদশা ইউনিয়ন বিএনপির সভাপতি সার্জেন্ট ফরিদ প্রমুখ।

পরে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনা করে এবং গণঅভ্যুত্থানে নিহতদের রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মোহাম্মদাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আলীম।

Share Now

এই বিভাগের আরও খবর