বৃষ্টিতে বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় টেস্টের প্রথম দিন পরিত্যক্ত

আপডেট: August 30, 2024 |
inbound2267160577600697657
print news

বাংলাদেশ ও পাকিস্তানের মধ‌্যকার দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলা বৃষ্টিতে ভেসে গেছে। দুই ঘণ্টা অপেক্ষার পরও প্রথম সেশনের খেলা শুরু করা যায়নি। হয়নি টসও।

শুক্রবার (৩০ আগস্ট) বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় টস হওয়ার কথা ছিল। কিন্তু দুই ঘণ্টা অপেক্ষার পরও প্রথম সেশনের খেলা শুরু করা যায়নি। মাঠ খেলার অনুপযোগী হওয়ায় টসও হয়নি।

মধ‌্যাহ্নবিরতির পর দিনের খেলা বাতিলের ঘোষণা দেন ম‌্যাচ অফিসিয়ালরা । তারা জানিয়েছেন, অবিরাম বৃষ্টি এবং মাঠ ভেজা থাকায় দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলা শেষ ঘোষণা করা হলো।

গেল দুদিন ধরেই রাওয়ালপিন্ডিতে বৃষ্টি হচ্ছে। অ্যাকুওয়েদার অনুযায়ী, শুক্রবার রাওয়ালপিন্ডিতে ৮৫ শতাংশ বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল। এদিন সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল।

সময়ের সঙ্গে বাড়তে থাকে বৃষ্টি। এর সঙ্গে বজ্রসহ বৃষ্টিপাতও হয়। দুপুরের পর বৃষ্টির মাত্রা আরো বাড়তে থাকে । এমন পরিস্থিতিতে প্রথম দিনের খেলা বাতিলের ঘোষণা দেন অফিসিয়ালরা।

এদিকে রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানকে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে বেশ আত্মবিশ্বাসী টাইগাররা।

এবার দ্বিতীয় ও শেষটিতে জিতলে না পারলেও বাংলাদেশের সামনে সিরিজ ড্রয়ের সুযোগ থাকছে।

দ্বিতীয় টেস্টের আগে বাংলাদেশের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে জানিয়েছেন, তারা আক্রমণাত্মক পরিকল্পনা নিয়েই খেলতে নামবে।

অন্যদিকে দ্য গ্রিন ম্যানদের জন্য বাঁচা-মরার লড়াই এটি । সিরিজ বাঁচাতে জয়ের বিকল্প নেই তাদের।

Share Now

এই বিভাগের আরও খবর