জয়পুরহাটে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে বিশাল শ্রমিক সমাবেশ 

আপডেট: September 8, 2024 |
inbound2966450666528346850
print news

জয়পুরহাট প্রতিনিধিঃ কেন্দ্রীয় শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি গোলাম রব্বানী বলেছেন, বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন ২০০৬ ও সংশোধিত ২০১৩ শ্রম আইন বাস্তবায়ন চায়।

এ আইনের আলোকে শ্রমিকদের নায্য অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে ফেডারেশন। শ্রমিকদের ট্রেড ইউনিয়ন গুলো ফিরে পাচ্ছে না মালিকরা শ্রমিকদের অধিকার বঞ্চিত করছে।

প্রধান অতিথি আরো বলেন, শ্রমিকদের বেতন  সর্বনিম্ন ১৬ হাজার টাকা করার। শ্রমিকদের চিকিৎসার পৃথক হাসপাতাল প্রতিষ্ঠা।

কথায় কথায় ছাটাই বন্ধ করার দাবী জানান। জনাব রব্বানী বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত-আহত সকল শ্রমিক পরিবার কে ক্ষতিপূরন, পূর্নবাসন করতে হবে এবং বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে বিচার করতে হবে।

শ্রমিকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান তিনি। “শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতির বাস্তবায়ন অনিবার্য” এ শ্লোগান নিয়ে রবিবার বিকেলে জয়পুরহাটে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা শাখার উদ্যাগে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শহীদ ডা: আবুল কাশেম ময়দানে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জয়পুরহাট জেলা শাখার সভাপতি এ্যাড. মামুনুর রশীদ এর সভাপতিত্বে প্রধান প্রতিথি’র বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি গোলাম রব্বানী।

বিশেষ অতিথি’র বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জয়পুরহাট জেলার শাখার প্রধান উপদেষ্টা ও জেলা আমীর ডা: ফজলুর রহমান সাঈদ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল মতিন।

ফেডারেশনের জেলা সেক্রেটারী আসলাম হোসেনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন ফেডারেশনের বগুড়া জেলার উপদেষ্টা আব্দুল আজিজ ও সরদার মোস্তাকিম, জেলা আইনজীবী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর  কবির, জয়পুরহাট শহর উপদেষ্টা মাও: আনোয়ার হোসাইন, সদর উপদেষ্টা মাও: ইমরান হোসেন, ফেডারেশনের জেলা সহ-সভাপতি আব্দুল হাদী ও শহিদুল ইসলাম পাটোয়ারী, আক্কেলপুর উপজেলা উপদেষ্টা সাখাওয়াত হোসেন সুইট, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ফরামের কেন্দ্রীয় সহ-সাধারন সম্পাদক আব্দুল বাতেন, ফেডারেশনের শহর সহ-সভাপতি আমিনুল এহসান আমান, সদর গোলাম রব্বানী, আক্কেলপুর উপজেলার হারুনুর রশিদ, ক্ষেতলাল উপজেলার মোস্তফা জাকির, কালাই উপজেলার মোন্তাহার হোসেন প্রমুখ।

Share Now

এই বিভাগের আরও খবর