বগুড়ার শিবগঞ্জে জামায়াতের কর্মী সভা অনুষ্ঠিত
শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
১৬ সেপ্টেম্বর (সোমবার) দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী শিবগঞ্জ পৌর শাখার আয়োজনে উপজেলা অডিটরিয়াম হলরুমে এই কর্মী সভা অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মী সভায় সভাপতিত্ব করেন পৌর শাখার অমির আবুল কালাম আজাদ। পৌর সেক্রেটারি রোকনুজ্জামান এর সঞ্চালনায় কর্মীসভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন অঞ্চল টিম সদস্য ও বগুড়া পশ্চিম জেলা শাখার আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন অধ্যাপক আব্দুল হাকিম সরকার নায়েবে আমির বগুড়া পশ্চিম জেলা শাখা,অধ্যাপক আব্দুল হালিম বিপ্লব আমির শিবগঞ্জ উপজেলা শাখা,অধ্যক্ষ মাওলানা শাহাদাতুজ্জামান সাবেক এমপি বগুড়া-২ আসন।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর জামায়াত নেতা কাজী মাসুূদ চৌধুরী, একরাম হোসেন, পৌর কাউন্সিল শাহাদাত হোসেনসহ জামায়াতে বিভিন্ন স্তরের নেতা-কর্মীবৃন্দ।