ককটেল বিস্ফোরণে ভাই-বোন আহত

আপডেট: October 5, 2024 |
inbound7430439626824735420
print news

চাঁপাইনবাবগঞ্জ শহরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই জন আহত হয়েছেন।

শুক্রবার (৪ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে সদর উপজেলার নিমতলা এলাকার কলাবাগান বস্তিতে অবস্থিত একটি বাড়ির ভেতর এই ককটেল বিস্ফোরণ হয়।

আহতরা হলেন, কলাবাগান বস্তির লালু মোহাম্মদের ছেলে পলাশ ও মেয়ে লাকি।

স্থানীয়রা জানান, সন্ধ্যার পরে লাল মোহাম্মদের টিনের বাড়ি লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এতে দুই ভাই-বোন আহত হয়েছেন।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি এস এম জাকারিয়া বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, ককটেল বিস্ফোরণের ঘটনা শুনেছি। সেখানে টহল পাঠানো হয়। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে।

Share Now

এই বিভাগের আরও খবর