মোহনীয় লুকে নজর কাড়লেন জয়া

আপডেট: January 15, 2025 |
inbound3313817101698589412
print news

আহসান। ফ্যাশন সচেতনও বলা যায় তাকে। শুধু নিজের অভিনয় দিয়ে নয়, নজরকাড়া পোশাকে আকষর্ণীয় লুকেও ভক্তদের দৃষ্টি কাড়েন এই অভিনেত্রী। সামাজিক যোগযোগমাধ্যমে প্রায়ই নিজের ছবি-ভিডিও ভক্তদের সঙ্গে শেয়ার করেন জয়া।

মোহনীয় লুকে নজর কাড়লেন জয়া

জয়ার ফ্যাশন সেন্সে বরাবরই মুগ্ধ তার ভক্ত-অনুরাগীরা। এবারও যেন তার ব্যতিক্রম হলো না। মঙ্গলবার (১৪ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে কয়েকটি ছবি শেয়ার করেছেন জয়া। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘এক সন্দেহের ছায়া!’

ওই ছবিগুলোতে দেখা যাচ্ছে, ম্যাট রেড টপস পড়েছেন জয়া। কানে ছোট একটা টপ। হালকা মেকআপে মোহনীয় লুকে ধরা দিলেন জয়া। খুবই ছিমছাম লুকে সকাল বেলাতেই ভক্তদের চমকে দিলেন তিনি।
মোহনীয় লুকে নজর কাড়লেন জয়া

মাঝে মাঝেই সাহসী লুকে নেটমাধ্যমে ধরা দিতে অভ্যস্ত জয়া। এই রেড টপসেও খানিকটা খোলামেলা লেগেছে তাকে। ৪০ বছর বয়সে এসেও রূপের দ্যুতি ছড়াচ্ছেন জয়া। নিজের রূপ-লাবণ্য ও ফ্যাশন সেন্স ধরে রাখায় রীতিমতো প্রশংসিত ভক্তমহলে।

Share Now

এই বিভাগের আরও খবর