সালমান আর নাসির ছাড়া জীবনসঙ্গীকে সম্মান করা কোন পুরুষ মানুষ দেখতে পাইনি : প্রভা

আপডেট: April 9, 2025 |
boishakhinews 20
print news

সালমান মুক্তাদির আর ক্রিকেটার নাসির ছাড়া আমি বাংলাদেশে (জীবনসঙ্গীকে সম্মান করা) তেমন কোন পুরুষ মানুষ দেখতে পাইনি বলে মন্তব্য করেছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা।

সোমবার (৭ এপ্রিল) নিজের ব্যক্তিগত ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে প্রভা এ মন্তব্য করেন।

প্রভা তার পোস্টে বলেন, সালমান মুক্তাদির আর ক্রিকেটার নাসির ছাড়া আমি বাংলাদেশে (জীবনসঙ্গীকে সম্মান করা) তেমন কোন পুরুষ মানুষ দেখতে পাইনি।

যারা নিজের সম্মান ক্যারিয়ারের অজুহাত না দেখিয়ে ,জীবনসঙ্গীকে প্রাপ্য সম্মান ও নিরাপত্তা দিয়েছে।

যাক আরেকজন পুরুষ দেখতে পেলাম। আমি দোয়া করি ছেলেটা এমনই থাকুক, এ রকম একটা সাপোর্টটিভ পার্টনার প্রত্যেকটা মানুষেরই কাম্য।

Share Now

এই বিভাগের আরও খবর