বেতন পরিশোধে ব্যর্থ ৩৭০ পোশাক কারখানা

আপডেট: April 18, 2020 |
print news

১৬ এপ্রিলের মধ্যে সরকার সব ধরণের শিল্প কারখানার শ্রমিকদের বেতন পরিশোধের সময়সীমা নির্দিষ্ট করে দিলেও ৩৭০টি রপ্তানিমুখী গার্মেন্ট কারখানা ব্যর্থ হয়েছে। এসব কারখানায় শ্রমিক সংখ্যা ১ লাখ ৫৮ হাজার। অর্থাৎ নির্ধারিত সময়ে এসব শ্রমিক তাদের মজুরির অর্থ পাননি। শ্রম মন্ত্রণালয়ের আওতাধীন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর (ডিআইএফই) সূত্রে এ তথ্য জানা গেছে।

গার্মেন্ট খাতের বাইরে অন্যান্য খাতের শিল্পের বেতন-ভাতা পরিশোধের অবস্থা আরো বেশি খারাপ। স্থানীয় ও আন্তর্জাতিক নজরদারির মধ্যে থাকায় গার্মেন্ট খাতের বেতনভাতা, শ্রমিক ছাঁটাইসহ কর্মপরিবেশের (কমপ্লায়েন্স) বিষয়ে গুরুত্ব দেওয়া হলেও অন্যান্য খাত সমান গুরুত্ব পায় না।

সময়মতো বেতন দিতে ব্যর্থ কারখানার বিরুদ্ধে শ্রম আইনের বিধান অনুযায়ী মামলা করা হবে বলে জানিয়েছেন ডিআইএফই’র মহাপরিদর্শক (আইজি) শিবনাথ রায়। তিনি বলেন, আগামী জুনে কারখানার লাইসেন্স নবায়নের সময় বেতন পরিশোধে ব্যর্থ কারখানাগুলোর লাইসেন্স নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছি। এ ছাড়া কারখানাগুলোর তালিকা (শ্রমিকের তথ্যসহ) অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হবে বলেও জানান তিনি।

বৈশাখী নিউজবিসি

Share Now

এই বিভাগের আরও খবর