যে দেশে ভেন্টিলেটর ৪, ভাইস প্রেসিডেন্ট ৫

আপডেট: April 19, 2020 |

বিশ্বজুড়ে চলছে প্রাণঘাতী করোনাভাইরাসের তাণ্ডব। এই ভাইরাসের ধ্বংসযজ্ঞে এরই মধ্যে দিশেহারা হয়ে পড়েছে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র আমেরিকাও। এর দাপটে অসহায় হয়ে পড়েছে ইউরোপের দেশ ইতালি, স্পেন ও ফ্রান্সের মতো ধনী রাষ্ট্রগুলোও।

এমন অবস্থায় করুণচিত্র উঠে এল আফ্রিকার দেশ দক্ষিণ সুদানের। দেশটিতে মোট জনসংখ্যা ১ কোটি ১০ লাখ।

এ দেশে ভাইস প্রেসিডেন্টের সংখ্যা ৫ জন। অথচ পুরো দেশে ভেন্টিলেটর আছে মাত্র ৪টি।

শুধু দক্ষিণ সুদান নয়, এমন অবস্থা আফ্রিকা মহাদেশের প্রায় সব দেশের।

বিশেষজ্ঞদের আশঙ্কা, প্রাণঘাতী করোনাভাইরাস ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে এই মহাদেশে মহামারী আরও ভিন্ন মাত্রা পাবে। লাখ ছাড়িয়ে যেতে পারে মৃতের সংখ্যা। খবর দ্য নিউইয়র্ক টাইমসের।

এক প্রতিবেদনে বলা হয়েছে, আফ্রিকা মহাদেশের ৪১টি দেশের কোটি কোটি মানুষের জন্য বরাদ্দ ভেন্টিলেটরের সংখ্যা ২ হাজারেরও কম। অথচ শুধু যুক্তরাষ্ট্রেই ভেন্টিলেটর আছে ১ লাখ ৭০ হাজারের বেশি। আর আফ্রিকা মহাদেশের ১০টি দেশে কোনও ভেন্টিলেটরই নেই।

এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সম্প্রতি জানিয়েছে, ইউরোপ–আমেরিকার পর আফ্রিকা হতে পারে করোনাভাইরাসের নতুন উপকেন্দ্র।

সর্বশেষ তথ্যানুযায়ী, ইতোমধ্যে প্রাণঘাতী করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে। এতে এখন পর্যন্ত (রবিবার সকাল সোয়া ৯টা) আক্রান্ত হয়েছে ২৩ লাখ ৩১ হাজার ৮৯২ জন। মৃত্যু হয়েছে ১ লাখ ৬০ হাজার ৭৬৩ জনের। সুস্থ হয়েছেন ৫ লাখ ৯৭ হাজার ১৯৪ জন।

বৈশাখী নিউজএপি

Share Now

এই বিভাগের আরও খবর