স্বাস্থ্যবিধি না মেনে ঈদের কেনাকাটা, ত্রেতা-বিক্রেতার জরিমানা

আপডেট: May 15, 2020 |

স্বাস্থ্যবিধি না মেনে ঈদের কেনাকাটা করায় বরিশালে ত্রেতা-বিক্রেতাদের কাছ থেকে প্রায় ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১৫ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসনের ৪টি পৃথক টিম শহরের বিভিন্ন শপিংমল ও বাজারে অভিযান চালায়। নগরীর বাংলাবাজার, চকবাজার, বাজার রোড, কাটপট্টি, ফলপট্টি, গীর্জা মহল্লা, বটতলা ও পুলিশ লাইন্স, বাংলাবাজার ও সদর রোডে বাজার দর মনিটরিং কার্যক্রম পরিচালিত হয়।

এ সময় স্বাস্থ্যবিধি অমান্য করে পরিবারের বেশি সংখ্যক সদস্যদের নিয়ে কেনাকাটা করতে আসায় ১১ জন ত্রেতা এবং ৯টি ব্যবসা প্রতিষ্ঠান থেকে মোট ৪৮ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।

জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান, শরীফ মোহাম্মদ হেলাল উদ্দীন, সাইফুল ইসলাম এবং মারুফ দস্তেগীর পৃথকভাবে উপরোক্ত অভিযান পরিচালনা করেন।

বৈশাখী নিউজএপি

Share Now

এই বিভাগের আরও খবর