চিকিৎসায় সুস্থ হয়ে ওঠা করোনা রোগী ১৭ লাখেরও বেশি

আপডেট: May 15, 2020 |

বিশ্বের ২১২টি দেশ ও অঞ্চলে করোনা মহামারিতে প্রাণঘাতি ভাইরাসে মৃত্যু কমে আসলেও আক্রান্তের সংখ্যা বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছে ৪৭ হাজার ৩৯২ জন। বিশ্বে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫ লাখ ৬৯ হাজার ৩৮০ জন। মোট আক্রান্ত রোগীদের মধ্যে বর্তমানে ২৫ লাখ ১৭ হাজার ৭৬৯ জন চিকিৎসাধীন এবং ৪৫ হাজার ৫৬০ জন (২ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে ১৭ লাখ ৩ হাজার ৭৪২ জন সুস্থ হয়ে উঠেছে।

শুক্রবার (১৫ মে) রাত ৯টায় করোনা মহামারির আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান থেকে এ তথ্য পাওয়া গেছে। এতে উল্লেখ করা হয়েছে, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় মারা গেছে ১ হাজার ৭১৬ জন। মোট মৃতুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লক্ষ ৪ হাজার ৭৯৮ জনের।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগ থেকে যুক্তরাষ্ট্রে সেরে উঠেছে তিন লাখ ১৮ হাজার ২৭ জন, স্পেনে সেরে উঠেছে এক লাখ ৮৬ হাজার ৪৮০ জন, জার্মানিতে এক লাখ ৫০ হাজার ৩০০, ইতালিতে এক লাখ ১৫ হাজার ২৮৮, তুরস্কে এক লাখ চার হাজার ৩০, ইরানে ৯০ হাজার ৫৩৯, চীনের মূল ভূখণ্ডে ৭৮ হাজার ২০৯, ব্রাজিলে ৭৯ হাজার ৪৭৯ এবং ফ্রান্সে ৫৯ হাজার ৬০৫ জন সুস্থ হয়ে উঠেছে।

এ ছাড়া, রাশিয়ায় ৫৩ হাজার ৫৩০, কানাডায় ৩৬ হাজার ৯১, সুইজারল্যান্ডে ২৭ হাজার ১০০, মেক্সিকোয় ২৮ হাজার ৪৭৫, অস্ট্রিয়ায় ১৪ হাজার ৪০৫, বেলজিয়ামে ১৪ হাজার ১১১, দক্ষিণ কোরিয়ায় ৯ হাজার ৮২১, অস্ট্রেলিয়ায় ছয় হাজার ৩০১ এবং মালয়েশিয়ায় পাঁচ হাজার ৩৫১ জন সুস্থ হয়ে উঠেছে।

গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম দেখা দেওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১২টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এবং তিন লাখ তিন হাজার ৩৪৫ জন রোগী মারা গেছে।

গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

বৈশাখী নিউজএপি

Share Now

এই বিভাগের আরও খবর