করোনায় ফেনীতে আরও দু’জন আক্রান্ত

আপডেট: May 16, 2020 |

ফেনীতে নতুন করে আরও দু’জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে ফেনীতে মোট আক্রান্তের সংখ্যা ২৮। সুস্থ হয়েছেন ৮ জন।

ফেনীর সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেন জানান, আক্রান্তদের মধ্যে একজন ফেনী সদর উপজেলার ও অন্যজন কুমিল্লার চৌদ্দগ্রামের।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, আক্রান্তদের মধ্যে একজন (৪৫) ফেনী সিভিল সার্জন কার্যালয়ে কর্মচারী। তিনি ফেনী শহরে থাকেন। তার গ্রামের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামে। অপরজনের (৪৫) বাড়ি ফেনীর সদর উপজেলার কাজিরবাগে। তিনি পরশুরাম উপজেলার ভূমি অফিসের কর্মকর্তা।

ফেনী স্বাস্থ্য বিভাগের সমন্বয়ক ডা. শরফুদ্দিন মাহমুদ জানান, ফেনীতে করোনা সন্দেহে এ পর্যন্ত নমুনা সংগ্রহ করা হয়েছে ৯১২ জনের। ফলাফল পাওয়া গেছে ৬৭৮ জনের। এই পর্যন্ত মোট ৮ জন সুস্থ হয়েছেন।

আক্রান্তদের মধ্যে ফেনী সদর উপজেলার ১১ জন, দাগনভূঞার ৫জন, ফুলগাজীর দু’জন, ছাগলনাইয়ার ৮ জন, সোনাগাজীর দু’জন ও অনান্য দু’জন।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর