ঢাকায় করোনা আক্রান্তের শীর্ষে কাকরাইল

আপডেট: May 17, 2020 |

দেশে করোনা শনাক্তের শুরু থেকেই সংক্রমণের কেন্দ্রস্থল ঢাকা। রাজধানীর ২৯টি ক্লাস্টারে এই সংক্রমণ চলছে। মোট আক্রান্তের অর্ধেকের বেশি সংক্রমিত হয়েছে এসব এলাকায়। আক্রান্তের সংখ্যায় ২৯টি এলাকার মধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ হয়ে ওঠেছে কাকরাইল।

রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) তথ্য অনুযায়ী, ১৫ মে পর্যন্ত ঢাকা মহানগরীর মোট প্রায় ২শ’টি এলাকায় করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ওই ২৯টি এলাকায় সর্বনিম্ন ৫০ থেকে সর্বোচ্চ ২৫৪ জন আক্রান্ত আছেন।

গত দুই সপ্তাহের ব্যবধানে এসব এলাকায় (তিনটি বাদে) ৪০ থেকে ৮০ শতাংশের ওপরে পর্যন্ত সংক্রমণ বেড়েছে। এর বাইরে অন্য এলাকায়ও সংক্রমণ ধীরে ধীরে বাড়ছে।

রাজধানীর সর্বাধিক আক্রান্ত ২৯টি এলাকার মধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ কাকরাইল। সেগুনবাগিচা, বিজয়নগর, পুরান পল্টন, শান্তিনগর ও রমনার মাঝখানে অবস্থিত অঞ্চলটির আক্রান্তের সংখ্যা ২৫৪। এটি রাজধানীর মধ্যে সর্বোচ্চ।

এছাড়াও যাত্রাবাড়ী ২২৭, মহাখালী ২২৪, রাজারবাগ ২০৬, মোহাম্মদপুর ১৯৮, মুগদা ১৮৯, তেজগাঁও ১৪৪, লালবাগ ১১৭, বাবু বাজার ১১৫, উত্তরা ১০৬, মালিবাগ ১০১, মগবাজার ৯৮, ধানমন্ডি ৯৭, বাড্ডা ৯৩, বংশাল ৮৪, খিলগাঁও ৮৪, গেন্ডারিয়া ৭৫, শাহবাগ ৭৩, চকবাজার ৭০, ওয়ারি ৬৭, শ্যামলী ৬৫, গুলমান ৬৩, বাসাবো ৬১, রামপুরা ৬০, আগারগাঁও ৫৮, হাজারীবাগ ৫৭, মিরপুর-৫৩, বনানী ৫১ ও রমনায় ৫০ জন আক্রান্ত।

Share Now

এই বিভাগের আরও খবর