মালয়েশিয়ার প্রধানমন্ত্রী স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে
আপডেট: May 23, 2020
|
আগামী ১৪ দিন পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে থাকবেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন। চলতি সপ্তাহে দেশটির প্রধানমন্ত্রীর দফতরের বৈঠকে এক কর্মকর্তার করোনা পজিটিভ হয়। এরপর তিনি কোয়ারেন্টাইনে চলে যান।
এছাড়া ঐ বৈঠকের সবাইকে কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ইতোমধ্যে মুহিউদ্দিন ইয়াসিনের করোনা পরীক্ষা করা হয়েছে। যদিও তার নেগেটিভ রিপোর্ট এসেছে, তিনি কোয়ারেন্টাইনে আছেন। গতকাল শুক্রবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর অফিস এক বিবৃতিতে এসব তথ্য জানায়।
দেশটিতে এখন পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ৭ হাজার ১৩৭ জন। মারা গেছে ১১৫ জন। সুস্থ হয়ে উঠেছেন ৫ হাজার ৮৫৯ জন।
বৈশাখী নিউজ/ জেপা