করোনা: বিএনপির নেতার লাশ দাফন করলো ছাত্রলীগ
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কুমিল্লায় মৃত বিএনপি নেতার লাশ দাফন করেছে উত্তর জেলা ছাত্রলীগ। শুক্রবার (২৯ মে) দেবিদ্বার উপজেলার হোসেনপুর গ্রামের উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুস সালাম ভুঁইয়া করোনায় আক্রান্ত হয়ে মারা যান। মৃত ব্যক্তির দাফন-কাফন সম্পন্ন করে ছাত্রলীগের ‘ওরা ৪১ জন’ টিম। শুক্রবার গভীর রাতে হোসেনপুর পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয় তাকে।
জানা যায়, বিএনপি নেতা আব্দুস সালাম ভুঁইয়া ছাত্রজীবনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নেতা ছিলেন। বিএনপির সমর্থনে জাফরগঞ্জ ইউনিয়ন পরিষদের দুইবার নির্বাচিত চেয়ারম্যানও ছিলেন। কুমিল্লা উত্তর জেলা বিএনপির প্রচার সম্পাদক এবং দেবিদ্বার উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ছিলেন। তার মৃত্যুতে বিএনপি কেন্দ্রীয় মহাসচিব এবং স্থানীয় বিএনপি নেতারা শোকও প্রকাশ করেছেন।
স্থানীয় সূত্র জানায়, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ সভাপতি আবু কাউছার অনিকের নেতৃত্বে ‘ওরা ৪১ জন’ ইতিমধ্যে করোনায় মৃত বিভিন্ন দল-মতের পাঁচজনের লাশ দাফন করেছে। আব্দুস সালাম ভুইয়ার লাশ দাফনে সহযোগিতা করেন জেলা ছাত্রলীগের সদস্য সাদ্দাম হোসেন, ক্বারী সাইফুল ইসলাম, আবু হানিফ সরকার, হাফেজ তোফায়েল আহমেদ, ক্বারী কামাল উদ্দিন, মাওলানা খালিদ ও হাফেজ নাজিম উদ্দিন সরকার।
কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ সভাপতি আবু কাউছার অনিক জানান, উপজেলা নির্বাহী অফিসার রাকিব হাসানের ফোন পেয়ে আমাদের ‘ওরা ৪১ জন’ টিম মৃত বিএনপি নেতা আব্দুস সালাম ভুইয়ার লাশ ধর্মীয় বিধান অনুযায়ী দাফন করেছি। দল-মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে করোনায় মৃত ব্যক্তিকে আমরা সম্মানের সাথে বিদায় জানানোর চেষ্টা করছি।
বৈশাখী নিউজ/ জেপা