ভারতে আরও একমাস লকডাউন বাড়লো

সময়: 9:05 pm - May 30, 2020 | | পঠিত হয়েছে: 5 বার

ভারতে করোনাভাইরাস সংক্রমণের প্রকোপ বাড়তে থাকায় পঞ্চম দফায় আরও একমাস লকডাউন বাড়ানো হয়েছে। এবার লকডাউনের নাম দেওয়া হয়েছে আনলক-১। এটি আগামী ৩০ জুন পর্যন্ত কার্যকর হবে।

শনিবার (৩০ মে) ভারতের কেন্দ্রীয় সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। তবে আগামী মাসে লকডাউনে কিছু বিষয় শিথিল করছে দেশটি।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আগামী এক মাসের লকডাউনের কিছু বিষয়ে ছাড় দেওয়া হচ্ছে। এর মধ্যে আগামী ৮ জুন থেকে সব রাজ্যের উপাসনালয়গুলো খুলে দেওয়া হবে।। কনটেনমেন্ট এলাকা ছাড়া খুলবে হোটেল, রেস্টুরেন্ট, শপিং মল এবং বারও। তবে রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত কারফিউ থাকবে। চতুর্থ দফায় নাইট কারফিউ লাগু করা হয়েছিল। সময় ছিল সন্ধ্যা ৭টা থেকে সকাল ৭টা। সেই সময় কমিয়ে রাত ৯টা থেকে ভোর ৫টা করা হল।

এর আগে গত ২৫ মার্চ থেকে ভারতে লকডাউন শুরু করে দেশটির সরকার। প্রথম দফায় ২১ দিন, পরের দফায় ১৯ দিন এবং তার পরের দুই দফায় ১৪ দিন করে মোট ৬৮ দিনের লকডাউন করা হয়। ৩১ মে ছিল ৬৮ দিনের লকডাউনের সীমা।

আগামী ১ জুন থেকে ৩০ জুন পর্যন্ত আবার নতুন লকডাউন করা হলো দেশটিতে। তবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার যেমন ৮ জুন থেকে সরকারি-বেসরকারি দফতরে ৭০ শতাংশ কর্মী নিয়ে কাজ শুরুর ঘোষণা দিয়েছে, ভারত সরকার কিন্তু সে রকম কোন ঘোষণা দেয়নি।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর