পার্টিতে যোগ দিয়েই স্পেনে করোনায় আক্রান্ত বেলজিয়ামের রাজপুত্র
করোনায় আক্রান্ত হয়েছেন বেলজিয়ামের প্রিন্স জোয়াকিম। তিনি বেলজিয়ামের রাজা ফিলিপের ভাতিজা।
২৬ মে জোয়াকিম স্পেনে একটি পার্টিতে যোগ দিয়েছিলেন। সেখান থেকে ফেরার পর শনিবার (৩০ মে) তার মধ্যে করোনার লক্ষণ দেখা দেয়। এরপর পরীক্ষা করা হলে পজিটিভ হন।
বিষয়টি নিশ্চিত করেছে বেলজিয়ামের রয়্যাল প্যালেসের মুখপাত্র। খবর আল জাজিরা ও বিবিসির।
লকডাউনের মধ্যেও জোয়াকিম একটি ইন্টার্নশিপ প্রোগ্রামে অংশ নিতে স্পেনে যান। সেখানে যাওয়ার দুদিন পর কর্ডোবার সাউদার্ন শহরে একটি পার্টিতে অংশ নেন। ওই পার্টিতে আরও ২৭ জন অংশ নিয়েছিল। মূলত সেখান থেকেই তিনি সংক্রমিত হন।
লকডাউনের মধ্যে কর্ডোবায় ২৭ সদস্যের পার্টি ছিল নিষিদ্ধ (অনুমতি ছিল ১৫ জনের)। কিন্তু সেই নিষেধাজ্ঞা অমান্য করে পার্টি আয়োজন করা হয়। ইতিমধ্যে স্পেনের পুলিশ ওই পার্টিতে কারা কারা অংশ নিয়েছিল তাদের খুঁজে বের করছে। তাদের প্রত্যেককে ১০ হাজার ইউরো জরিমানা করা হবে। পাশাপাশি তাদের সবাইকে কোয়ারেন্টাইনে রাখা হবে।
বেলজিয়ামের প্রিন্স জোয়াকিম স্পেনের সুন্দরী ভিক্টোরিয়া ওর্টিজের প্রেমে হাবুডুবু খাচ্ছেন। সে কারণে বেশিরভাগ সময় তিনি স্পেনেই অবস্থান করে থাকেন।
বৈশাখী নিউজ/ জেপা