করোনাভাইরাস: স্পেনকে টপকে বিশ্বের পঞ্চম সংক্রমিত দেশ ভারত

আপডেট: June 7, 2020 |

প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণে শনাক্ত রোগীর সংখ্যার দিক থেকে স্পেনকে ছাড়িয়ে বিশ্বের পঞ্চম শীর্ষ স্থানে পৌঁছে গেছে ভারত। দেশটিতে শনাক্ত কোভিড-১৯ রোগীর সংখ্যা ২ লাখ ৪৬ হাজার ৬২৮। ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৬ হাজার ৯২৯ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ২৮৭ জন।

রোববার (৭ জুন) কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়।

অল ইন্ডিয়া ইনস্টিটিউটস অব মেডিক্যাল সায়েন্সেস (এআইআইএমএস) এর পরিচালক ডা. রনদীপ গুলেরিয়া বলেন, আগামী দুই থেকে তিন মাস পর্যন্ত ভারতে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়া অব্যাহত থাকতে পারে। তবে জাতীয় পর্যায়ে গণসংক্রমণ এখনো দেখা যায়নি।

ভারতে গত ২৪ ঘণ্টায় সর্বাধিক ৯ হাজার ৯৭১ জন কোভিড-১৯ রোগী শনাক্ত করা হয়েছে। সবচেয়ে বেশি আক্রান্ত রাজ্য মহারাষ্ট্র। রাজ্যটিতে শনাক্ত রোগীর সংখ্যা ৮২ হাজার ৯৬৮। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ২ হাজার ৭৩৯ জন।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর