সিলেটে করোনা রোগী শনাক্ত আরও ৬৬ জন
সিলেট জেলায় নতুন করে ৬৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মহামারি এ ভাইরাসে আক্রান্ত হলেন ৮৪৯ জন।
রোববার (৭ জুন) ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. হিমাংশু লাল রায় এ তথ্য জানান।
ডা. হিমাংশু লাল রায় বলেন, শনিবার (৬ জুন) হাসপাতালের ল্যাবে ১৮৪টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ৬৬ জনের করোনা পজেটিভ আসে। আক্রান্তরা সবাই সিলেট জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা।
শনিবার সকাল পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ছিলেন ৭৮৩ জন। রাতে নতুন ৬৬ জন শনাক্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৪৯ জনে। এ পর্যন্ত জেলায় মারা গেছেন ২৩ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০৭ জন।
বৈশাখী নিউজ/ জেপা