চীনে নতুন করে আক্রান্ত হয়েছে ৬ জন
আপডেট: June 7, 2020
|
চীনে রবিবার করোনাভাইরাসে নতুন করে ৬ জন আক্রান্ত হয়েছে। এই সংখ্যা আগের দিনের চেয়ে তিনজন বেশি।
চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন (এনএইচসি) তাদের ওয়েবসাইটে এ কথা জানায়।
এনএইচসি জানায়, শনিবার গভীর রাতে রেকর্ড করা নতুন শনাক্ত হ্ওয়া পাঁচজন বিদেশ থেকে আগত ব্যক্তি।
স্থানীয়ভাবে সংক্রামিত একজন ব্যক্তির দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
তিনি দক্ষিণাঞ্চলীয় দ্বীপ প্রদেশ হাইনান প্রদেশের বাসিন্দা।
‘অ্যাসিপটোমেটিক কেস’ বা ভাইরাস দ্বারা সংক্রামিত হয়েছেন কিন্তু উপসর্গ নেই এমন আরও পাঁচজন নতুন রোগীর তথ্য নিশ্চিত করেছে এনএইচসি ।
গত বছরের শেষ দিকে চীনে (করোনা) ভাইরাস সংক্রমণ শুরু হয়।
এখন চীনে আক্রান্তের সংখ্যা ৮৩ হাজার ৩৬ জনে দাঁড়িয়েছে।
কোনো নতুন মৃত্যুর খবর পাওয়া যায়নি। মোট মৃতের সংখ্যা ৪৬৩৪ জন।
সূত্র : স্ট্রেইটস টাইমস
বৈশাখী নিউজ/ ফারজানা