যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু ১ লাখ ১৫ হাজার

আপডেট: June 11, 2020 |

মার্কিন যুক্তরাষ্ট্রে পূর্বের তুলনায় সুস্থতার হার বাড়লেও থেমে নেই করোনার ধ্বংসযজ্ঞ। যাতে এখনও গড়ে ২০ হাজারের বেশি মানুষ ভাইরাসটির শিকার হচ্ছেন। যার আঘাতে দেশটির ১ লাখ ১৫ হাজারের বেশি মানুষ ইতিমধ্যে পৃথিবী ছেড়েছেন।

এমন অবস্থায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি সপ্তাহেই ২০ লাখ ডোজ করোনার প্রতিষেধক প্রস্তুতের খবর দিয়েছেন। তবে, তা প্রয়োগ ও নিরাপদ প্রমাণ করে হাতে পৌঁছতে লাগবে আরও কিছু সময়। ফলে, সংক্রমণ আরও গভীর হবে দেশটিতে।

বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় আক্রান্তের তালিকায় যোগ হয়েছে ২০ হাজার ৮১২ জন। এতে আক্রান্তের সংখ্যা ২০ লাখ ৬৬ হাজার ৪০১ জনে দাঁড়িয়েছে। প্রাণ গেছে আরও ৯৮২ জনের। এ নিয়ে দেশটির ১ লাখ ১৫ হাজার ১৩০ জন মানুষের মৃত্যু হলো করোনায়। যদিও সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৮ লাখ ৮ হাজারে বেশি মানুষ।

এর মধ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বৃহৎ শহর নিউইয়র্কেই আক্রান্ত ৪ লাখ ১ হাজার ছাড়িয়েছে। যেখানে ৩০ হাজার ৬৮০ জনের মৃত্যু হয়েছে। যা সর্বোচ্চ সংক্রমণের অনেক দেশকেও পেছনে ফেলেছে।

দ্বিতীয় স্থানে থাকা নিউ জার্সিতে ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসতে শুরু করেছে ভাইরাসটি। ইতিমধ্যেই সেখানে আক্রান্ত ১ লাখ সাড়ে ৬৮ হাজার ছুঁই ছুঁই। এর মধ্যে ১২ হাজার ৪৬৭ জনের মৃত্যু হয়েছে।

আক্রান্ত বেড়েছে ক্যালিফোর্নিয়ায়ও। যেখানে সংক্রমণ ১ লাখ প্রায় ৪০ হাজারে পৌঁছেছে। প্রাণহানি ৪ হাজার ৮৭০২ জন। ইলিনয়সে আক্রান্ত ১ লাখ ৩০ হাজারের কাছাকাছি। প্রাণ গেছে ৬ হাজার ৯৫ জনের।

সংক্রমণ ১ লাখ সাড়ে ৪ হাজারে ছাড়িয়েছে ম্যাসাসুয়েটসসে, যেখানে প্রাণহানি ঘটেছে ৭ হাজার ৪৫৪ জনের। করোনার সংক্রমণ ৮১ হাজারে পেরিয়েছে পেনসিলভেনিয়ায়। প্রাণ গেছে সেখানে ৬ হাজার ১৬১ জনের।

এদিকে করোনা নতুন করে ভয়াবহ রূপ নিবে বলে হুঁশিয়ারি দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা-ডব্লিউএইচ। ফলে, দ্রুততম সময়ে কার্যকরি ভ্যাকসিন আবিষ্কারে ব্যর্থ হলে অবস্থা আরও সংকটে রূপ নিবে।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর