উত্তর মেসিডোনিয়ায় ট্রাক থেকে ৬৪ বাংলাদেশি আটক
আপডেট: June 24, 2020
|
উত্তর মেসিডোনিয়ায় একটি ট্রাক থেকে ৬৪ জন বাংলাদেশি অভিবাসীকে আটক করেছে দেশটির পুলিশ।সোমবার গভীর রাতে গ্রিস সীমান্তের কাছে একটি মহাসড়কে তাদের ট্রাকে পাওয়া যায়। মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) খবরে বলা হয়েছে, নর্থ মেসিডোনিয়ার দক্ষিণ-পূর্বের স্ট্রুমিকার কাছে পরিদর্শনকালে ট্রাকের চালক পালিয়ে যায়।
তবে আটক অভিবাসীদের বিষয়ে আর কিছু জানায়নি দেশটির পুলিশ। আটক অভিবাসীদের সীমান্ত শহর গেভগেলিজাতে স্থানান্তর করা হয়েছে। এবং তাদের প্রত্যাবাসন করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। তথাকথিত মাইগ্রেশন রুট ২০১৫ সাল থেকে বন্ধ। এদিকে গ্রিস ও নর্থ মেসিডোনিয়ার সীমান্তে করোনাভাইরাস মহামারির কারণে চলতি বছরের শুরু থেকেই বন্ধ রয়েছে। তবে পুলিশ বলছে, সীমান্ত এলাকায় মানবপাচারের নেটওয়ার্কগুলি এখনো সক্রিয় রয়েছে।
বৈশাখী নিউজ/ জেপা