পশ্চিমবঙ্গে লকডাউন বাড়লো আরও একমাস
আপডেট: June 25, 2020
|
ভারতের পশ্চিমবঙ্গে করোনাভাইরাস মোকাবিলায় আরও এক মাসের জন্য লকডাউন বাড়ানো হয়েছে।
বুধবার (২৪ জুন) পশ্চিমবঙ্গের প্রশাসনিক হেডকোয়ার্টার নবান্নতে সর্বদলীয় বৈঠক শেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এ ঘোষণা দিয়ে জানান, আগামী ৩১ জুলাই পর্যন্ত রাজ্যে লকডাউন চলবে।
তিনি জানান, সর্বদলীয় বৈঠকে সব রাজনৈতিক দলই লকডাউনের পক্ষে মত দেওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পশ্চিমবঙ্গে লকডাউনের চলতি মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ৩০ জুন। কিন্তু সর্বদলীয় বৈঠকে পরিস্থিতি বিবেচনা করে মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন, আরও এক মাস লকডাউন চলবে। এই দফার লকডাউনে নতুন কোনও বিধিনিষেধ আরোপ করা হচ্ছে না। যেসব বিধিনিষেধ এত দিন জারি ছিল, সেগুলোই বহাল থাকবে বলে জানা গেছে।
বৈশাখী নিউজ/ জেপা