সিঙ্গাপুর থেকে ফিরেছেন ২৬২ বাংলাদেশি
আপডেট: June 25, 2020
|
করোনা মহামারীর কারণে সিঙ্গাপুরে আটকে পড়া বাংলাদেশিদের মধ্যে ২৬২ জন দেশে ফিরেছেন। বুধবার রাতে তাদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
আগতদের মধ্যে রয়েছেন- সিঙ্গাপুরে চাকরি হারানো শ্রমিক, পর্যটক, সেখানে চিকিৎসার জন্য যাওয়া রোগী এবং শিক্ষার্থী। সবাই করোনা নেগেটিভ ও স্বাস্থ্য সনদ নিয়েই ফিরেছেন। তাদেরকে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশও দেয়া হয়েছে বলে বিমানবন্দর সূত্রে জানা যায়।
প্রসঙ্গত, করোনার কারণে ভারত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মালদ্বীপ, লন্ডনসহ বিশ্বের বিভিন্ন দেশে আটকে থাকা বাংলাদেশিদের বিশেষ ফ্লাইটে ফিরিয়ে আনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
বৈশাখী নিউজ/ ফারজানা